খালেদা জিয়া মর্যাদা অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন : ওবায়দুল কাদের

ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া মর্যাদা অনুযায়ী যতটুকু সুবিধা পাওয়ার ততটুকু সুযোগ সুবিধা পাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার সাংবাদিকদের তিনি এ কথা বলেন। যেখানে তাকে রাখা হয়েছে সেখানে সকল সুযোগ সুবিধা আছে। তবে জেল আরাম আয়েশের জায়গা নয় বলেও মন্তব্য করেন কাদের।

খালেদা জিয়ার ডিভিশন পাওয়া নিয়ে ওবায়দুল কাদের বলেন, এখনও আক্ষরিক অর্থে ডিভিশন না পেলেও ডিভিশনের চেয়ে খারাপ অবস্থায় নেই তিনি। তাকে কোনো ধরনের অসম্মান বা অমর্যাদা করা হয়নি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ওয়ান ইলেভেনের সময় যখন দুই নেত্রীকে মাইনাস করার চেষ্টা করা হয় তখন কাউকেই ব্যক্তিগত পরিচারিকা দেয়া হয়নি। ব্যক্তিগত পরিচারিকা দেয়ার বিষয়টি জেলকোডে নেই।

এদিকে আজ সকালে খালেদা জিয়ার জন্য জেলে ডিভিশন চেয়ে আদালতে আবেদন করেন তার আইনজীবী। এরপর শুনানি শেষে জেলকোড অনুসারে ডিভিশন দিতে নির্দেশ দিয়েছেন আদালত ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালত।

আজকের বাজার : আরএম/১১ ফেব্রুয়ারি ২০১৮