বাংলাদেশের সংবিধান অনুযায়ী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।
আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউজে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় করার আগে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
তারানা হালিম বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান দুই জনেই দুর্নীতির মামলায় সাজা পেয়েছেন। এ জন্য সংবিধান তাদের নির্বাচনের সুযোগ দেইনি। এ নিয়ে বির্তক করা আদালত অবমাননার শামিল।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তারনা হালিম বলেন, তারেক রহমান তার পাসপোর্ট নবায়ন না করে সরকারের কাছে ফেরত দিয়েছেন। এখন আপনারাই বলুন, কীভাবে তিনি বাংলাদেশের নাগরিক থাকেন?
তিনি বলেন, সরকার যথাযথ প্রক্রিয়ার মাধ্যমেই দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবে।
আজকেরবাজার/আওই/এস