খালেদা ফিরবেন কি না সন্দেহ কামরুলের

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন থেকে আর দেশে ফিরবেন কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বলেছেন, ‘উনার (খালেদা জিয়া) কী ধরনের অসুস্থতা আমাদের জানা নেই। উনি লন্ডন থেকে আসার সময় দীর্ঘ হচ্ছে। উনি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তিনি গোলা পানিতে মাছ শিকার করে রাজনীতি করতে চাইছেন।’

রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির,ডিআরউই গোলটেবিল মিলনায়তনে আগরতলা ষড়যন্ত্র মামলার অভিযুক্ত-২ লে. কমান্ডার মোয়াজ্জেম হোসেনের ৮৫ জন্মবার্ষিকীতে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়েজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া লন্ডনে বসে রোহিঙ্গা ইস্যুতে সব দূতাবাসে চিঠি দিয়েছেন। সেই চিঠির ভাষা নিয়েও সংশয় প্রকাশ করেন আওয়ামী লীগের এই নেতা।

রোহিঙ্গা ইস্যুতে বিএনপির ভূমিকা সম্পর্কে মন্ত্রী বলেন, ‘সমস্ত বিশ্ব যেখানে শেখ হাসিনার প্রশংসা করছে সেখানে বিএনপির ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে। তারা এখন দিশেহারা হয়ে গেছে।’

সুশাসনের জন্য নাগরিক (সুজন) -এর প্রতি ইঙ্গিত করে কামরুল ইসলাম বলেন, ‘যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু এক শ্রেণির সুশীল সমাজের প্রতিনিধিরা নির্বাচনকে প্রশ্ন বিদ্ধ করতে, নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে। প্রকারান্তরে রাজনৈতিক পক্ষপাতিত্বও করছেন। তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।’

এ সময় আরও বক্তব্য দেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকু, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদসহ আরো অনেকে।

আজকের বাজার : এলকে/এলকে ১৭ সেপ্টেম্বর ২০১৭