বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া মুক্তি না পেলে জাতীয় নির্বাচনে অংশ নেবে না বিএনপি। আজ মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সিইসি কেএম নুরুল হুদার সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
এর আগে বেলা ১১টায় নির্বাচন কমিশনের সঙ্গে ড. মোশাররফের নেতৃত্বে বিএনপির ছয় সদস্যের প্রতিনিধিদল বৈঠকে বসে।
অন্য সদস্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ ও সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
বৈঠকে আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন-জিসিসি ও খুলনা সিটি কর্পোরেশন-কেসিসি নির্বাচনের ভোটগ্রহণের সাত দিন আগে থেকে সেনা মোতায়েনের দাবি জানান বিএনপি নেতারা। গাজীপুরের পুলিশ সুপার হারুণ অর রশীদকে প্রত্যাহার করারও দাবি জানান তারা।
এস/