খালেদা-সুষমার বৈঠক: সবার অংশগ্রহণে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা

সব দলের অংশগ্রহণে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে আশা প্রকাশ করেছেন সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। গতকাল রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন বলে জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠক শেষে সাংবাদিকদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ। তারা চায়, অন্য দেশগুলো, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোয় গণতান্ত্রিক চর্চা থাকুক। গণতান্ত্রিকভাবেই সরকার নির্বাচিত হোক। এখানে সব দলের অংশগ্রহণে যাতে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হয়, সে আশা ব্যক্ত করেছেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচন নিয়ে আলোচনা করেছেন। এ বিষয়ে যেসব সমস্যা রয়েছে, তা তুলে ধরেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সমস্যাগুলো শুনেছেন।

সোনারগাঁও হোটেলের অষ্টম তলায় স্যুইটে সুষমা স্বরাজের সঙ্গে প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন খালেদা জিয়া। আগামী নির্বাচনের পাশাপাশি রোহিঙ্গা সমস্যাসহ দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে।

সুষমা স্বরাজের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও আরো উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য রিয়াজ রহমান ও সাবিহউদ্দিন আহমেদ।
বিএনপি মহাসচিব বলেন, আমাদের চেয়ারপারসন মূলত দুটি প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে একটি রোহিঙ্গা সমস্যা। বিএনপি চেয়ারপারসন বলেছেন, রোহিঙ্গা সমস্যার সমাধান হতে হবে। তাদের সাময়িক আশ্রয় দেয়া হয়েছে। তবে তাদেরকে তাদের দেশে ফিরিয়ে নেয়ার ব্যবস্থা করতে হবে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এর সঙ্গে একমত পোষণ করেছেন বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরাও চাই, রোহিঙ্গা যারা বাংলাদেশ এসেছে, তারা নিরাপদে যাতে দেশে ফিরে যেতে পারে এবং মিয়ানমার সরকারের ওপর ভারত তাদের চাপ অব্যাহত রেখেছে। গোটা বিশ্বও চাপ অব্যাহত রেখেছে। তারা আশা করে, রোহিঙ্গারা নিরাপদ পরিবেশে দেশে ফিরতে সক্ষম হবে।

রওশন এরশাদের সঙ্গে বৈঠক: তিস্তা নদীর পানি বণ্টন সমস্যার দ্রুত সমাধানে সুষমা স্বরাজের সহযোগিতা চেয়েছেন দশম সংসদে বিরোধীদলীয় নেতা,জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান বেগম রওশন এরশাদ। গতকাল রাতে সোনারগাঁও হোটেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের পর রওশন এরশাদের সঙ্গে এ বৈঠক করেন সুষমা স্বরাজ। রাত ৮টা ৫০ মিনিট থেকে ৩০ মিনিট স্থায়ী এ বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন রওশন এরশাদ।

বিরোধীদলীয় নেতা বলেন, তিস্তার পানি বণ্টন বিষয়ে আলোচনা হয়েছে, আমরা এর দ্রুত সমাধান চেয়েছি। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ভারত এ বিষয়ে আন্তরিক। তিনি এ সমস্যার সমাধান হবে বলে আমাদের আশ্বাস দিয়েছেন। এছাড়া বৈঠকে রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান বেগম রওশন এরশাদ।

আজকের বাজার:এলকে/এলকে ২৩ অক্টোবর ২০১৭