যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে দুই মামলায় তৃতীয় দফায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার, ৭ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী গুলশান থানার মানি লন্ডারিং মামলায় চারদিন এবং মতিঝিল থানার মাদকের মামলায় বিচারক কনক বড়ুয়া তিন দিনের রিমান্ড মঞ্জুরের আদেশ দেন।
এর আগে মানি লন্ডারিং মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের জন্য রিমান্ডের আবেদনসহ খালেদকে আদালতে হাজির করেন। একইসঙ্গে মতিঝিল থানার মাদক মামলায় তদন্ত কর্মকর্তা সাতদিনের রিমান্ডের আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষ রিমান্ডের দাবি করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে দুই মামলায় মোট সাত দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে এই দুই মামলায় গত ২৭ সেপ্টেম্বর ১০ দিন এবং ১৯ সেপ্টেম্বর সাতদিনের জন্য রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশানের বাসা থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা ট্যাবলেটসহ খালেদকে গ্রেপ্তার করে র্যাব। এছাড়া তার বাসার ওয়াল শোকেস থেকে ১০০০, ৫০০ ও ৫০ টাকার নোটের মোট ১০ লাখ ৩৪ হাজার টাকা জব্দ করা হয়। একইসঙ্গে চার থেকে পাঁচ লাখ টাকা সমমূল্যের ইউএস ডলারও জব্দ করা হয়।
আজকের বাজার/এমএইচ