সাংবাদিক জামাল খাশোগি হত্যায় অভিযুক্ত সৌদি ক্রাউন প্রিন্স মাহমুদ যুক্তরাষ্ট্রকে বলেছেন, খাশোগি ছিলেন একজন ভয়ঙ্কর ইসলামপন্থী।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি’র খবরে বলা হয়, সৌদি আরব হত্যাকাণ্ডের দায় স্বীকারের আগে এবং খাশোগি নিখোঁজ হওয়ার পর প্রিন্স মাহমুদ হোয়াইটহাউসে মুঠোফোনে বারবার এমনটা বলেছেন।
তবে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট এবং নিউইয়র্ক টাইমসের এসব খবরের সত্যতাকে অস্বীকার করেছে সৌদি আরব।
যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে থাকা জামাল খাশোগি যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে লেখালেখি করতেন। আর সেসব লেখায় সৌদি প্রিন্স মাহমুদের কঠোর সমালোচনা করতেন তিনি।
গত ২ অক্টোবর প্রয়োজনীয় কিছু কাগজপত্র নিতে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশের পর থেকেই নিখোঁজ হন খাশোগি। তার লাশ এখনো পাওয়া না গেলেও তুরস্ক, যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব তার খুন হওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে। তথ্যসূত্র-ইউএনবি
আজকের বাজার/এমএইচ