নিহত সৌদি সাংবাদিক জামাল খাসোগির লাশ এখনো পাওয়া যায়নি বলে সোমবার জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগলু।
তিনি ইস্তাম্বুলে সংবাদ মাধ্যমকে আরও জানান, সোমবার সৌদি আরবের প্রধান কৌঁসুলি শেখ সৌদ আল-মুজিব ইস্তাম্বুলে প্রধান সরকারি কৌঁসুলি ইরফান ফিদানের সাথে সাক্ষাৎ করে খাসোগির মৃত্যু নিয়ে ‘খুব উপকারী’ তথ্য বিনিময় করেছেন।
সম্প্রচার মাধ্যম সিএনএনতুর্ক-এর সংবাদ অনুযায়ী, গত ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে প্রবেশের পর আর দেখা না যাওয়া খাসোগির খুন হওয়া নিয়ে দুই কৌঁসুলি প্রমাণ ও তথ্য বিনিময় করেছেন।
সংবাদ মাধ্যম আরও জানায়, তাদের মধ্যে সোয়া এক ঘণ্টাব্যাপী বৈঠক হয়েছে। আজ দিনের শেষ দিকে সৌদি দূতাবাসে আল-মুজিবের তদন্ত চালানোর কথা রয়েছে।
সৌদি আরব স্বীকার করেছে যে তাদের দূতাবাসের ভেতরে সাংবাদিক খাসোগি খুন হয়েছেন এবং এবিষয়ে চালানো অভ্যন্তরীণ তদন্তের জের ধরে ঘটনার সাথে জড়িত অভিযোগে ১৮ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্যসূত্র-ইউএনবি
আজকের বাজার/এমএইচ