রাজধানীর পল্টন থানায় নাশকতার পাঁচ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
পল্টন থানায় দায়ের করা ১০ মামলায় বৃহস্পতিবার ৪ মে আত্মসমর্পণ করে আইনজীবী সানাউল্লাহ মিয়ার মাধ্যমে জামিন আবেদন করেন খায়রুল কবির খোকন।
শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম গোলাম নবী পাঁচ মামলায় জামিন মঞ্জুর করেন এবং অপর পাঁচ মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রসঙ্গত, ২০১৫ সালের শুরুর দিকে হরতাল-অবরোধ চলাকালে পল্টন থানায় মামলাগুলো দায়ের করা হয়।
আজকের বাজার : এসএ/আরআর/০৪ মে ১৭