রাজধানীর খিলখেতের বারুয়াতে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহতের কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)। সোমবার দিবাগত রাত ২টা ১০ মিনিটের দিকে এ ঘটনায় নিহত আনোয়ার হোসেন (৩৪) একজন মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১ কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুজ্জামানের ভাষ্য, মাদক ব্যবসায়ীদের একটি দল খিলখেতের ওই এলাকায় মিলিত হচ্ছেন বলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় র্যাব। কিন্তু উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি ছুড়তে থাকলে আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ‘মাদক ব্যবসায়ী’ হোসেন মারা যায়। পরে ঘটনাস্থল থেকে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা, চারটি শুটার গান এবং ৩৪টি কার্তুজ উদ্ধার করার কথা জানায় র্যাব। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান