খিলগাঁওয়ে আগুনে অন্তত ২৫টি দোকান পুড়ে গেছে

রাজধানীর খিলগাঁও এলাকার একটি বাজারে আগুনে অন্তত ২৫টি দোকান পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক কাজী নাজিমুজ্জামান জানান, বুধবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে খিলগাঁও সিটি করপোরেশন মার্কেটে আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেটি পাশের পুবালি শপিং মার্কেটে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট ঘটনাস্থলে এসে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা জানান, ওই এলাকায় তিনটি মার্কেট ছিল। খিলগাঁও সিটি করপোরেশন, পুবালি শপিং সেন্টার ও উত্তরা মার্কেট। সেখানে মোট এক হাজার ৩৩৫টি দোকান রয়েছে।

তিনি জানান, ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও ৫টা ৩৫ মিনিটে পুরোপুরি নেভানো সম্ভব হয়।

দমকল কর্মীদের তাৎক্ষণিক পদক্ষেপের কারণে আগুন বেশি ছড়িয়ে পড়েনি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।