রাজধানীর খিলগাঁও খিদমা হাসপাতালের পাশ থেকে থেকে এক যুবকের (২৬) গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার ১৭ মে রাত ২টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে এখন পর্যন্ত লাশটির পরিচয় পাওয়া যায়নি।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন জানান, দুর্বৃত্তরা গলা কেটে ওই যুবককে হত্যা করে প্লাস্টিকের বস্তা, পলিথিন ও তোষক দিয়ে পেঁচিয়ে ওই জায়গায় ফেলে রেখে গেছে। তার পরনে নীল ফুল হাতা শার্ট ও জিন্স প্যান্ট ছিল।
আজকের বাজার: আরআর/ ১৮ মে ২০১৭