রাজধানীর খিলগাঁওয়ে যাত্রীবাহী বাস উল্টে অজ্ঞাত পরিচয় দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন।
সোমবার ২৪ এপ্রিল রাত সোয়া ১০টার দিকে খিলগাঁও নাগদার পাড় এলাকায় বিশ্বরোড মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ওই পরিবহনে থাকা এক যাত্রী বলেন, মিরপুর থেকে মাওয়া ঘাটগামী স্বাধীন পরিবহনের বাসটি যাত্রী নিয়ে যাওয়ার সময় খিলগাঁও নাগদার পাড় এলাকার পৌঁছালে অপর একটি বাসের ধাক্কায় উল্টে যায়।এতে ঘটনাস্থলেই দুইজন গুরুতর আহত হয় । পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত ২০ যাত্রীকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন কিনিকে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ বাসটিও উদ্ধার করার চেষ্টা চলছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ময়না তদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।
আজকেরবাজার: আরআর/ ২৫ এপ্রিল ২০১৭