রাজধানীর খিলগাঁও পূর্ব গোড়ান এলাকায় একটি বাসায় আব্দুর রহমান (৪০) নামের এক ব্যক্তি খুন হয়েছে। এই ঘটনায় নিহতের স্ত্রীকে আটক করেছে পুলিশ। সোমবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে ব্যাডমিন্টন ব্যাটের ভাঙা হাতল দিয়ে আব্দুর রহমানের বুকে আঘাত করে তার স্ত্রী। এতে গুরুতর আহত হন আব্দুর রহমান।
পরে, হাসপাতালে নেওয়ার পথে মারা যান আব্দুর রহমান। স্ত্রী নাজমার দাবি ব্যাট দিয়ে তাকে আঘাত করে আব্দুর রহমান। ব্যাটটি ভেঙে চোখা হয়। পরে সেটি দিয়েই স্বামীকে আঘাত করেন নাজমা। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মঙ্গলবার আদালতে নেওয়া হবে নাজমাকে। তথ্য-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান