ইস্তাম্বুলে খুন হওয়া সাংবাদিক জামাল খাশোগির হত্যাকারীদের ক্ষমা করে দেয়ার ঘোষণা দিয়েছেন তার সন্তানরা।
শুক্রবার এক টুইটে খাশোগির ছেলে সালাহ খাশোগি বলেন, আমরা শহীদ জামাল খাশোগির ছেলেরা আমাদের বাবাকে যারা খুন করেছে তাদেরকে ক্ষমা করার ঘোষণা দিয়েছি।
তবে সৌদি আরবে বসবাসকারী সালাহর কাছ থেকে এই ঘোষণার আইনি পদক্ষেপ বিষয়ে তাৎক্ষনিক পরিষ্কার হওয়া যায়নি।
যুক্তরাষ্ট্র প্রবাসী সৌদি আরবের অনুসন্ধানী সাংবাদিক জামাল খাশোগি সৌদি রাজপরিবারের অভ্যন্তরীণ বিষয়ে একজন কড়া সমালোচক ছিলেন। ২৮ শে অক্টোবর, ২০১৮ সালে ইস্তাম্বুলে সৌদি আরবের কনসুলেটে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়। তুরস্কের অভিযোগ, এই অভিযানে রিয়াদ থেকে প্রেরিত ১৫ জন এজেন্ট জড়িত। তবে সৌদি সরকার তা অস্বীকার করে শুরু থেকে।