খুন করে ৪০ দিনের চিল্লায় যান খুনি !

ব্লুটুথ স্পিকারের জন্য খুন হতে হল আশরাফুল আলম জাহিদ নামে এক শিক্ষার্থী।

গত (২ মে) রাজধানীর কুড়িল চৌরাস্তা এলাকায় ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী জাহিদকে হত্যা করে তার কলেজের সিনিয়র সহপাঠী মোহাম্মদ উল্লাহ রাসেল (ব্যবহৃত ছদ্মনাম- নির্মল)। গ্রেফতারের পর শনিবার রাতভর রাসেলকে জিজ্ঞাসাবাদ করে ডিবি।

এ ঘটনার পর প্রধান আসামি মোহাম্মদ উল্লাহ রাসেল আত্মগোপন করতে বাগেরহাটে ৪০ দিনের চিল্লায় যায়। শনিবার গভীর রাতে বাগেরহাট থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি-ডিবি) উত্তর বিভাগ।

ডিবির এক সদস্য জানায়, রাসেল হত্যাকাণ্ডের প্রধান আসামি। জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি কাফরুলের পুলপাড় ব্রিজের নিচের নর্দমা থেকে উদ্ধার করা হয়।

ডিবির জিজ্ঞাসাবাদে রাসেল জানায়, জাহিদের সঙ্গে রাসেলের ব্লুটুথ স্পিকার নিয়ে ঝামেলা হয়। এক পর্যায়ে জাহিদকে ছুরিকাঘাত করে।
মৃত জাহিদকে বাচাঁতে এগিয়ে আসা হাসান, রিয়াজ ও বিপ্লবকেও ছুরি দিয়ে আঘাত করার কথা স্বীকার করে রাসেল।

হত্যাকাণ্ডের পরপরই আত্মগোপনের উদ্দেশ্যে নিজের নাম পরিবর্তন করে ছদ্মনামে ৪০ দিনের চিল্লায় তাবলিগ জামায়াতে অংশ নেয়।

আজকের বাজার/আরআইএস