এ সময়ের জনপ্রিয় নায়িকাদের মধ্যে অন্যতম নুসরাত ফারিয়া। শোবিজ ক্যারিয়ারের শুরু থেকে দর্শকের সামনে প্রতিনিয়ত নতুন পরিচয়ে হাজির হতে দেখা গেছে তাকে। রেডিও জকি হিসেবে কাজ, টিভিতে উপস্থাপনা, এরপর বিজ্ঞাপনের মডেল এবং সবশেষে চলচ্চিত্রে অভিনয়।
সবখানেই তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেন। তবে বর্তমান সময়ে নিজেকে একটু আড়ালে রেখেছেন। কারণ ভিন্ন পরিচয়ে দর্শক-শ্রোতার সামনে হাজির হতে যাচ্ছেন তিনি।
এবার বৈশাখের আগে তার কন্ঠে শোনা যাবে একটি গান। গানটির শুটিংয়ে কয়েকদিন আগে মুম্বই গিয়েছিলেন ফারিয়া। সম্প্রতি ঢাকায় ফেরার পর কথা হয় তার সঙ্গে। ফারিয়া বলেন, এক কথায় বলতে গেলে সারপ্রাইজ অপেক্ষা করছে সবার জন্য। আমার গাওয়া একটি গানের ভিডিও করতে মুম্বই গিয়েছিলাম। ঠিক মুম্বই বলব না। কারণ মুম্বই থেকে ১ ঘন্টা দূরের একটি জায়গায় এই গানের দৃশ্যধারণের কাজ হয়েছে। শুটিং হয়েছে ফোগা নামের একটি এলাকায়, যেখানে বলিউডি ছবির শুটিংও হয়।
তিনি বলেন, কাজটা কিন্তু গোপনে করেছিলাম। সবাই জেনেছে সেটি করার কিছুদিন পর। ভিডিওর শুটিং শেষ। এর কোরিওগ্রাফি ও নির্দেশনা দিয়েছেন ভারতের বাবা যাদব।
নিজের গান প্রসঙ্গে জানতে চাইলে নুসরাত ফারিয়া বলেন, এই গানটিতে নতুন একটি ড্যান্স দর্শক দেখতে পাবেন। এটা আমি আগে কখনো করিনি। খুবই কঠিন একটি ড্যান্স। এর নাম ‘ফ্লোর ড্যান্স’। এমনিতেই ড্যান্স আমার জন্য সবচেয়ে কঠিন কাজ। এতকিছুর পরও গানটি নিয়ে আমি বেশ আশাবাদী।
জানা গেছে, ফারিয়ার গানটির নাম ‘পটাকা’। লিখেছেন রাকিব হাসান রাহুল। সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান।
এ প্রসঙ্গে ফারিয়া বলেন, আমার চাওয়া ছিল নিজের মতো করে একটা গান করা। মূলত এটি নারীদের নিয়ে গান। জীবনে আমি যে বাধাগুলোর মুখোমুখি হয়েছি এবং যেভাবে বাধা পেরিয়ে আজকের এই অবস্থানে এসে পৌঁছেছি, তা-ই বলার চেষ্টা করেছি গানটিতে। আমি চাই আমার গান নিপীড়িত, পিছিয়ে থাকা নারীদের সাহসী করে তুলুক। পটাকার মানে এর মধ্যে আগুন আছে। কখন বিস্ফোরিত হবে কেউ জানে না। আমার মনে হয়, প্রত্যেক মেয়ের মধ্যে এমন কিছু বিষয় আছে।
এস/