‘খুব শিগগিরই’ ভিয়েতনাম সফর করবেন বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি ভিয়েতনামের সাথে সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে ‘খুব শিগগিরই হ্যানয় সফর করবেন। এদিকে ওয়াশিংটন এই অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলা করতে চাইছে। খবর এএফপি’র।
নিউ মেক্সিকোতে বক্তব্য দেওয়ার সময় বাইডেন বলেন, ‘আমি শিগগিরই ভিয়েতনাম সফর যাচ্ছি কারণ, দেশটি আমাদের মধ্যকার বিদ্যমান সম্পর্কের আরো ইতিবাচক পরিবর্তন করতে এবং অংশীদার হতে চায়।’
যুক্তরাষ্ট্র এবং ভিয়েতনামের মধ্যে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক ক্রমেই আরো বৃদ্ধি পাচ্ছে। এদিকে উভয় দেশই এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান শক্তির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে আসছে।
দক্ষিণ চীন সাগরে চীনের জোরালো সামুদ্রিক দাবি নিয়ে বেইজিং এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো, বিশেষকরে ভিয়েতনাম এবং ফিলিপাইনের মধ্যে বছরের পর বছর ধরে বিরোধ বেড়েই চলেছে।