খুব শিগগির পদ্মা সেতুতে আরও দুই স্প্যান

খুব শিগগির পদ্মা সেতুর আরও দুইটি স্প্যান বসবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ২১ নভেম্বর মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন।

সংসদ সদস্য নাভানা আক্তারের সম্পূরক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, খুব শিগগির পদ্মা সেতুর আরও দুইটি স্প্যান বসবে।

মন্ত্রী বলেন, তৃতীয় স্প্যানটি বসানোর পর ৭ থেকে ১০ দিনের ব্যবধানে একটি করে স্প্যান বসতে থাকবে। এভাবে ৪১টি স্প্যান বসানো হবে।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর প্রথম স্প্যান স্থাপনের মাধ্যমে পদ্মা সেতু দৃশ্যমান হয়। এর মাধ্যমে প্রকল্পের ৪৮ শতাংশ ভৌত কাজ সম্পন্ন হয়েছে।

সাংসদ বেগম উম্মে রাজিয়ার এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, অক্টোবর পর্যন্ত এ সেতুর উল্লেখযোগ্য প্যাকেজসমূহের ভৌত অগ্রগতির মধ্যে মূল সেতু নির্মাণ ৫১ শতাংশ, নদী শাসন ৩৪ দশমিক ২০ শতাংশ, জাজিরা সংযোগ সড়ক ৯৯ দশমিক ৬০ শতাংশ এবং মাওয়া সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়া-২ শতভাগ সম্পন্ন হয়েছে।

আজকের বাজার:এলকে/এলকে ২২ নভেম্বর ২০১৭