সাকিব আল হাসানের ওপর আইসিসির দেয়া নিষেধাজ্ঞাকে দুঃখজনক আখ্যায়িত করে বিএনপি বলছে, খুব শিগগির মাঠে ফিরবেন তিনি।
বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
তিনি বলেন, ‘সাকিবের সাথে যা ঘটলো তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। নিঃসন্দেহে সাকিব আমাদের দেশের ক্রিকেটের জন্য একজন প্রতিভাবান খেলোয়ার এবং আমাদের ক্রিকেট দলের অবিচ্ছেদ্য অংশ।
‘আমরা আশা করছি সাকিব খুব শিগগিরই ফিরে আসবেন এবং সব ধরনের খেলায় অংশ নিবেন এবং বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন,’ যোগ করেন তিনি।
বিএনপির নেতা বলেন, দেশের ক্রিকেট অনুরাগীরা সাকিবের ওপর এ নিষেধাজ্ঞায় ব্যথিত হয়েছেন। কেননা তারা আগামী এক বছর সাকিবের খেলা দেখতে পারবেন না।
প্রসঙ্গত, জুয়ারিদের কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পর তা গোপন রাখার কারণে সাকিবের ওপর দুই বছরের নিষেধাজ্ঞা দেয় আইসিসি। তবে দোষ স্বীকার করে আইসিসিকে সহযোগিতা করায় এক বছর পরই মাঠে ফিরতে পারবেন তিনি।
আজকের বাজার/এমএইচ