খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আইসোলেন ওয়ার্ডে জ্বর ও শ্বাসকষ্টে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে মো. আশরাফুর রহমান (৫৫) নামের ওই রোগীর মৃত্যু হয়।
খুমেকের পরিচালক মুন্সী রেজা সেকান্দার বিষয়টি নিশ্চিত করে জানান, আশরাফুর রহমান সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার বসন্তপুর এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। গত ২৮ মে তাকে খুমেকে ভর্তি করা হয়।
গত শুক্রবার আশরাফুলের নমুনা সংগ্রহ করা হলেও, এখনও ফলাফল পাওয়া যায়নি। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান