বাংলাদেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর আগামী সোমবার (২২ অক্টোবর) খুলনা জেলা স্টেডিয়াম মঞ্চে গান গাওয়ার কথা ছিল তার কিন্তু ওপর ওলার নিয়তিতে খুলনাতে আর আসা হলো না তার।
আইয়ুব বাচ্চুর কনসার্ট নিয়ে প্রচারণাও চলছিলো ধুমধাম। খুলনাবাসীরা শুধু এটাই বলে চলছিলেন দর্শক মাতাতে আসছেন আইয়ুব বাচ্চু। কিন্তু সে আসা পূরণ হলো না খুলনাবাসীর।
বৃহস্পতিবার (১৮ অক্টোবর) মাত্র ৫৬ বছর বয়সে আইয়ুব বাচ্চু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জনপ্রিয় এই শিল্পীর মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া নেমে আসে।
খুলনা জেলা প্রশাসনের এনডিসি মো. আরাফাতুল আলম জানান, খুলনা জেলা স্টেডিয়ামে ২২ অক্টোবর বিকেলে উন্নয়ন কনসার্ট-এ সংগীত পরিবেশন করার কথা ছিল আইয়ুব বাচ্চুর। কিন্তু তা আর হলো না।
এর আগে গত ৫ অক্টোবর খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত কনসার্টে গান গেয়ে মাতিয়ে গিয়েছিলেন সদ্য প্রয়াত আইয়ুব বাচ্চু। সেই কনসার্টের উল্লাসের ছবি এখন খুবির শিক্ষার্থীসহ খুলনাবাসীর ফেসবুকে শোকবন্দনায় দেখা যাচ্ছে।
আজকের বাজার/এএল