বঙ্গবন্ধু বিপিএলের ২৪তম ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স ও সিলেট থান্ডার। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় সন্ধ্যা সাড়ে ৬টায়। এ ম্যাচে প্রথমে ব্যাট করে লড়াকু সংগ্রহ পেয়েছে সিলেট। নির্ধারিত ২০ ওভার শেষে তাদের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৫৭ রান।
শুরুতে টস জিতে সিলেটকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম। আন্দ্রে ফ্লেচার ও রুবেল মিয়ার ব্যাটে শুরুটা বেশ ভালো হয় সিলেটের। উদ্বোধনী জুটিতে আসে ৬২ রান। ৩৭ করে ফেরেন ফ্লেচার।
এরপর জনসন চার্লস ও রুবেল মিলে দলীয় শতক পূর্ণ করেন। তবে এর পরেই ছোটখাটো ব্যাটিং ধস নামে সিলেট শিবিরে। মাত্র তিন রানে ৩ উইকেট হারায় তারা। চার্লস, রুবেল ও মিথুন ফেরেন যথাক্রমে ১৭, ৩৯ ও ০ রানে।
এ পরিস্থিতিতে দলের হাল ধরেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন ও শেরফান রাদারফোর্ড। দুজনে মিলে গড়েন ৫৩ রানের জুটি। ইনিংস শেষে দুজনে অপরাজিত থাকেন যথাক্রমে ২২ ও ২৬ রানে।
খুলনার হয়ে দুটি করে উইকেট নেন ফ্রাইলিংক ও শহিদুল ইসলাম।
আজকের বাজার/আরিফ