বঙ্গবন্ধু বিপিএলের সিলেট পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন চট্টগ্রামের অধিনায়ক ইমরুল কায়েস। ম্যাচটি সরাসরি দেখা যাবে মাছরাঙা ও জিটিভিতে।
বিপিএলের চলতি আসরে এখন পর্যন্ত ৯টি ম্যাচ খেলেছে চট্টগ্রাম। ৬ জয় ও ৩ হারে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে তারা। সমান ১২ পয়েন্ট নিয়েই যথাক্রমে এক ও দুই নম্বরে আছে ঢাকা প্লাটুন ও রাজশাহী রয়্যালস। নেট রান রেটে পিছিয়ে থাকায় পরের স্থানে জায়গা পেয়েছে চট্টলার দলটি।
অপরদিকে খুলনা ম্যাচ খেলেছে ৮টি। জয় পেয়েছে ৫টিতে আর হার ৩টি। ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান তাদের।
আজকের ম্যাচে জয়ী দল উঠে যাবে পয়েন্ট টেবিলের শীর্ষে।
খুলনা টাইগার্স স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, রাইলি রুশো, মুশফিকুর রহিম (অধিনায়ক), শামসুর রহমান, নাজিবুল্লাহ জাদরান, রবি ফ্রাইলিঙ্ক, শহিদুল ইসলাম, মোহাম্মদ আমির, তানভীর ইসলাম, শফিউল ইসলাম, ওয়ানিন্দু হাসারাঙ্গা, সাইফ হাসান, আমিনুল ইসলাম, রহমানুল্লাহ গুরবাজ, রবিউল হক, আলিস ইসলাম।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড: লেন্ডল সিমন্স, জুনায়েদ সিদ্দিকী, চ্যাডউইক ওয়ালটন, রায়ান বার্ল, নুরুল হাসান সোহান, জিয়াউর রহমান, লিয়াম প্লাঙ্কেট, পিনাক ঘোষ, রুবেল হোসেন, মেহেদী হাসান রানা, নাসুম আহমেদ, এনামুল হক জুনিয়র , রায়াদ এমরিত, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস (অধিনায়ক), নাসির হোসেন, মুক্তার আলী, জুবায়ের হোসেন, ইমাদ ওয়াসিম, আভিস্কা ফার্নান্দো, কেসরিক উইলিয়ামস, মুহাম্মদ মুসা।
আজকের বাজার/আরিফ