বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জয়ের ধারা অব্যাহত রেখেছে ঢাকা ডায়নামাইটস।
মঙ্গলবার খুলনা টাইটান্সকে ১০৫ রানের ব্যবধানে হারিয়েছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস।
ঢাকার দেয়া ১৯৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৩ ওভারে মাত্র ৮৭ রানে অলআউট হয় খুলনা টাইটান্স।
খুলনার পক্ষে জুনায়েদ সিদ্দিক ১৬ বলে ৩টি ছক্কা ও ১টি চারের সাহায্যে সর্বোচ্চ ৩১ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে আরিফুল হকের (১৯*) ব্যাট থেকে।
ঢাকার পক্ষে সাকিব ৩ ওভারে ১৮ রানের বিনিময়ে ৩টি উইকেট লাভ করেন। এছাড়া সুনিল নারিন ২টি, শুভাগত হোম ও মোহর শেখ ১টি করে উইকেট শিকার করেন।
এর আগে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯২ রান করে ঢাকা ডায়নামাইটস।
হজরতউল্লাহ জাজাই ৩৬ বলে ৫টি ছক্কা ও ৩টি চারের সাহায্যে সর্বোচ্চ ৫৭ রান করেন। এছাড়া রনি তালুকদার ১৮ বলে ২টি ছক্কা ও ৩টি চারে ২৮, পোলার্ড ১৬ বলে ২ চার ও সমান ছয়ে ২৭, আন্দ্রে রাসেল ২২ বলে ৩টি ছক্কায় ২৫ এবং নারিন ১৪ বলে ২টি ছক্কা ও ১টি চারের সাহায্যে ১৯ রান করেন।
খুলনার পক্ষে পল স্টার্লিং ও ডেভিড ওয়াইজ ২টি করে এবং আলী খান ও মাহমুদউল্লাহ রিয়াদ ১টি করে উইকেট লাভ করেন।
এনিয়ে টানা দুই ম্যাচে হারলো খুলনা টাইটান্স। অন্যদিকে ২ ম্যাচের ২টিতেই জয় পেয়েছে ঢাকা ডায়নামাইটস।
আজকের বাজার/এমএইচ