আল আমিন হোসেন ও আব্দুর রাজ্জাকের বোলিং তোপে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭০ রানেই অলআউট হয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাজশাহী। ১২৩ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে খুলনা তুলে নিয়েছে জাতীয় লিগের ২১ তম আসরে নিজেদের প্রথম জয়। রানে ফিরেছেন সৌম্য সরকার।
আফগানিস্তান ও জিম্বাবুয়ের সঙ্গে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে শুরুতে স্কোয়াডে ছিলেন সৌম্য সরকার। দুই ম্যাচে ৪ ও ০ রান করার পর বাদ পড়েন। পরে আজকের আগে খেলেছেন দুটি প্রথম শ্রেণির ম্যাচ। সেখানে সৌম্য সরকারের রান ২৪ (বিপক্ষ শ্রীলঙ্কা ‘এ’) ও ৩৬ (বিপক্ষ রংপুর)। গত ১৮ অক্টোবর প্রথম ইনিংসে আউট হয়েছিলেন কোন রান না করে।
আগের দিন ৬ বলে কোন রান না করে অপরাজিত থাকা সৌম্য সরকার আজ তুলে নিয়েছেন দাপুটে ফিফটি। ৩ টি করে চার ও ছয়ে ৫৯ বলে ৫০ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি।
১২৩ রানের লক্ষ্যে খেলতে থাকা খুলনা দ্বিতীয় ইনিংসে হারিয়েছে ৩ উইকেট। আগের দিন আউট হয়েছিলেন এনামুল হক বিজয়। আজ ২২ রান করে মোহর শেখ অন্তরের বলে সানজামুল ইসলামকে ক্যাচ দেন ইমরুল কায়েস। ৩২ বলে ৫ চারে ২৭ রান করে সানজামুলের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন মোহাম্মদ মিঠুন।
২২.১ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় খুলনা। ৮ বলে ২ চারে ১৪ রান করে অপরাজিত থাকেন মেহেদী হাসান মিরাজ। উইনিং রানও আসে তাঁর ব্যাট থেকে। ম্যাচসেরা হন নুরুল হাসান সোহান।এই ম্যাচ থেকে মোট ৯.৬৯ পয়েন্ট বাগিয়ে নিয়েছে খুলনা। জয় পাওয়ার কারণে পেয়েছে ৮ পয়েন্ট, বোলিংয়ে বোনাস পয়েন্ট পেয়েছে ১.৫, ব্যাটিং থেকে বোনাস পয়েন্ট পেয়েছে ০.১৯।খুনলা ৭উইকেট জয়ী ।ম্যাচ সেরা নুরুল হাসান সোহান