খুলনার রাষ্ট্রায়ত্ত খালিশপুর ও দৌলতপুর জুট মিলের উৎপাদন শুরু হয়েছে। বৃহস্পতিবার ১৮ জানুয়ারি দুপুরে মিলের শ্রমিকরা কাজে যোগ দেন। ১৯ দিন কর্মবিরতি ও আন্দোলন-সংগ্রামের পর আংশিক বকেয়া মজুরি পাওয়ার পর শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।
দৌলতপুর জুট মিলের প্রকল্প প্রধান মো. সাজ্জাদ হোসেন জানান, শ্রমিকদের বকেয়া ৩ সপ্তাহের মজুরির মধ্যে ২ সপ্তাহের মজুরি পরিশোধ করা হয়েছে। আরেক সপ্তাহের মজুরি শিগগিরই পরিশোধ করা হবে। মিলের ৪৭৩ জন শ্রমিক কাজে যোগ দিয়েছেন।
খালিশপুর জুট মিলের প্রকল্প প্রধান শফিকুল ইসলাম জানান, শ্রমিকদের বকেয়া ৫ সপ্তাহের মজুরির মধ্যে ২ সপ্তাহের মজুরি দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে আরেকটি মজুরি দেওয়া হবে। মিলের ২ হাজার ৩৯৮ জন শ্রমিক কাজে ফিরেছেন।
তবে এখনও খুলনার রাষ্ট্রায়ত্ত ক্রিসেন্ট, প্লাটিনাম, স্টার, ইস্টার্ন, আলিম ও যশোরের জেজেআই জুট মিলের উৎপাদন বন্ধ রয়েছে। বকেয়া মজুরি প্রদানের দাবিতে গত ২৮ ডিসেম্বর ৮টি পাটকলের শ্রমিকরা উৎপাদন বন্ধ করে দিয়েছিলেন।
বকেয়া মজুরি পরিশোধ না করা পর্যন্ত শ্রমিকরা কাজে ফিরে যাবে না বলে জানিয়েছে বন্ধ ৬ জুটমিলের সিবিএ নেতারা।
আজকের বাজার:এলকে/১৮ জানুয়ারি ২০১৮