খুলনায় বকেয়ার দাবিতে উৎপাদন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ব ক্রিসেন্ট, প্লাটিনাম ও স্টার পাটকলের শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। ৩টি পাটকলে প্রায় ১৪ হাজার শ্রমিক কর্মরত আছেন। ৮ অক্টোবর রোববার ভোর থেকে তারা উৎপাদনের কাজে যোগ দেন।
৭ সপ্তাহের মজুরি বকেয়া থাকায় বুধবার প্লাটিনাম ও বৃহস্পতিবার ক্রিসেন্ট জুট মিলের শ্রমিকরা উৎপাদন বন্ধ করে দেন। এছাড়া ৫ সপ্তাহের মজুরি বকেয়া থাকায় স্টার জুট মিলের শ্রমিকরা শনিবার উৎপাদন বন্ধ করে দেন। ক্রিসেন্ট জুট মিলে ৫ হাজার, প্লাটিনামে ৫ হাজার ও স্টারে সাড়ে ৪ হাজার শ্রমিক রয়েছেন।
খুলনা জেলা প্রশাসক মো. আমিন উল আহসান জানান, গতকাল শনিবার রাতে খুলনা সার্কিট হাউজে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন, বিজেএমসি ও পাটকলের কর্মকর্তা এবং সিবিএ নেতাদের এক বৈঠকে শ্রমিকদের বকেয়া মজুরি প্রদানের সিদ্ধান্তের পর আন্দোলনরত শ্রমিকরা কর্মসূচি প্রত্যাহার করে নেন। সেই আলোকে আজ ভোর থেকে কাজে যোগ দিয়েছেন। এর ফলে কর্মচঞ্চল হয়ে উঠেছে পাটকলগুলো।
স্টার জুট মিলের সিবিএ সভাপতি বেল্লাল মল্লিক বলেন, আন্দোলনরত শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।
শনিবার বৈঠকে রোববার ক্রিসেন্ট ও প্লাটিনাম জুট মিলের শ্রমিকদের বকেয়া ১ সপ্তাহের মজুরি, মঙ্গলবার ১ সপ্তাহের মজুরি ও বৃহস্পতিবার ১ সপ্তাহের মজুরি প্রদানের সিদ্ধান্ত হয়। স্টার জুট মিলের শ্রমিকদের আগামী বৃহস্পতিবার ১ সপ্তাহের মজুরি প্রদান করা হবে। মিল কর্তৃপক্ষ যদি সক্ষম হয় তাহলে ২ সপ্তাহের মজুরি প্রদান করবে। এছাড়া আন্দোলনের কারণে কোনো শ্রমিককে চাকরিচ্যুত বা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে না বলেও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
আজকের বাজার:এলকে/এলকে ৮ অক্টোবর ২০১৭