গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ফায়ার ব্রিগেডের তিন কর্মীসহ ৮ জন দগ্ধ হয়েছেন।
শুক্রবার দুপুরে খুলনার নগরীর আহসান আহমেদ রোডের একটি ফাস্ট ফুডের দোকানে এ বিস্ফোরণ ঘটে।
সিলিন্ডার বিস্ফোরণে আহতরা হলেন- রোস্টার কিং নামক ফাস্ট ফুড ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আল আমিন, ফায়ার ব্রিগেডের লিডার মামুন, ফায়ারম্যান ফরিদ ও মেজবাহ এবং মুরগি সরবরাহকারী ও প্রতিবেশী আবু তাহের। তবে বাকি তিনজনের নাম জানা যায়নি।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মিজানুর রহমান জানান, শুক্রবার দুপুরে রোস্টার কিংয়ের পিছনে রান্নাঘরে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এ সময় রান্নাঘরের বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনার সময় ফায়ার ব্রিগেডের তিন কর্মী, দোকান মালিকসহ ৮ জন দগ্ধ হয়েছেন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
খুলনা ফায়ার সার্ভিস অফিসের কন্ট্রোল রুমের অপারেটর রবিউল ইসলাম জানান, তাদের ফায়ারম্যান ফরিদের অবস্থা আশংকাজনক।
আজকের বাজার/আরজেড