খুলনায় অগ্নিকাণ্ডে ৩৫ দোকান ভস্মীভূত

বটিয়াঘাটা উপজেলার নতুন বাস স্ট্যান্ডে বুধবার ভোর রাতে অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

স্থানীয়রা জানান, রাত ৪টার দিকে খালের ওপর অবস্থিত ঝুলন্ত এক দোকানে সম্ভবত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের দোকানে ছড়িয়ে যায়। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয় মসজিদের মাইকে সাহায্যের ঘোষণা দেয়া হয়। এতে লোকজন ছুটে এসে প্রাথমিকভাবে আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগের ৩৫ দোকান পুড়ে যায়।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘ভোর রাতে আগুন লাগায় বেশির ভাগ দোকান পুড়ে গেছে।’