খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এক পুলিশ সদস্যকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। মঙ্গলবার রাতে তিনি হাসপাতালে আসলে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে করোনা ইউনিটে ভর্তি করা হয়। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশে কর্মরত।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. শৈলেন্দ্র নাথ বিশ্বাস বলেন, ‘ওই পুলিশ সদস্য গত ২১ মার্চ থেকে জ্বর, সর্দি ও কাশিসহ বিভিন্ন উপসর্গে আক্রান্ত। গতকাল রাত সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।’
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ শাখার পুলিশ সুপার রাশিদা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র-ইউএনবি
আজকের বাজার/ শারমিন আক্তার