আধিপত্য বিস্তারকে কেন্দ্রকরে দুই দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ ঘটনায় ১ জন নিহত হয়েছেন।এ ছাড়া আরও ৪ জন আহত হয়েছেন।
সোমবার খুলনার তেরখাদায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আটালিয়া গ্রামের কৃষকলীগ নেতা ঝিলু মিয়া মুন্সী ও গোলাম মওলার মধ্যে বাকবিতন্ডা হয়।পরে এ ঘটনার জের ধরে তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে তেরখাদা সদর ইউনিয়ন পরিষদ সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম মওলা নিহত হন। আহত চারজনকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
অন্যদিকে আটলিয়া এলাকায় উভয় গ্রুপ আবারো সংঘর্ষে জড়ালে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজকের বাজার/আরজেড