খুলনায় বুধবার সকালে নিজ ঘরে রশিতে গলায় ফাঁস দেয়া অবস্থায় এশিয়ান এয়ার ওয়েজের এক কর্মকর্তার লাশ পাওয়া গেছে।
নিহত ফারহান (৪২) সদর থানাধীন শের-ই-বাংলা রোডের আমতলা এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে এবং আরজু সাহেবের বাড়ির ভাড়াটিয়া। ফারহান ঢাকায় এশিয়ান এয়ার ওয়েজ এয়ারলাইনসে চাকরি করতেন।
পুলিশ ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার সকালে নিজ ঘরে ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় পাওয়া যায় ফারহানকে। প্রতিবেশীরা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে বেলা ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, মাকে নিয়ে ফারহান ওই বাসায় থাকতেন। তিনি অবিবাহিত। কি কারণে এই ঘটনা ঘটেছে তা জানা যায়নি।