খুলনায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুজন ও উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেলে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে নতুন ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে খুলনার ৩০, সাতক্ষীরার তিন, বাগেরহাটের দুই, যশোরের চার ও গোপালগঞ্জের একজন রয়েছেন।