খুলনার সরকারি বঙ্গবন্ধু কলেজের প্রথম বর্ষের ছাত্র শেখ বদরুদ্দৌজা হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এমএ রব হাওলাদার এ রায় ঘোষণা করেন।
রায়ে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেন আদালত।
সাজাপ্রাপ্তরা হলো- নবির হোসেন, তবিবুর রহমান, আকা মিয়া শেখ, খাজা মিয়া, বুলু মিয়া, অসিকার শেখ, চাঁন মিয়া শেখ, মনির শেখ, ইয়াহিয়া ও কামাল শেখ।
তাদের সবার বাড়ি তেরখাদার কুমিরডাঙ্গা পূর্বপাড়া এলাকায়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিল।
অভিযুক্ত সুলতান আহমেদ ও আব্বাসুর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১৩ সেপ্টেম্বর জোহরের নামাজের সময় ছোট ছেলে-মেয়েদের হট্টগোলে মসজিদের মুসল্লিদের নামাজে বিঘ্ন ঘটানোর প্রতিবাদ করায় শেখ বদরুদ্দৌজাকে পিটিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় তেরখাদা থানায় নিহতের ভাই শেখ আসাদুজ্জামান বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা তেরখাদা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান আদালতে চার্জশিট দাখিল করেন।
মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে (মামলা নং-১/১৮) স্থানান্তরের পর সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় ঘোষণা করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শাকেরিন সুলতানা জানান, এ হত্যা মামলার পাল্টা হিসেবে বাদী শেখ আসাদুজ্জামানসহ চারজনের বিরুদ্ধে আসামিরা আরেকটি মামলা করেন। বিশেষ দায়রা জজ আদালতে মামলা নং- সিআর ১৩০/২০০৯। তদন্তে ওই অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার একই সঙ্গে বিচারক পাল্টা মামলার রায়ে অভিযুক্ত সবাইকে খালাস দিয়েছেন।
আজকের বাজার/এমএইচ