মহানগরীর মির্জাপুরে আনোয়ার পেপার লিমিটেডের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
খুলনা ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক দুলাল মিয়া জানান, রবিবার রাত সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে খুলনা ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায় এবং দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে জানান দুলাল মিয়া।