খুলনায় মেসার্স জেসি ডেইরি ফার্মে (গরুর খামার) আগুন লেগে ৩টি গরু এবং ১৪টি ঘর পুড়ে গেছে। রবিবার দুপুর ১২টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশে অবস্থিত এ ফার্মে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জেসি ডেইরি ফার্মের মালিক আসলাম আলী বলেন, ‘আমি ফার্মে থাকি না। সেখানে কর্মচারীরা থাকে। ঘাস কেটে এসে তারা দেখে ফার্মে আগুন লেগেছে।’
তিনি জানান, তার ফার্মে ১৪টি গরু, ৭৫ হাজার টাকার খড়সহ গরুর খাবার ছিলো। আগুনে গরুর খাবারসহ ১৪টি টিনসেট ঘর পুড়ে গেছে। এতে প্রায় ১৪-১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
ফায়ার সার্ভিসের খুলনা সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সাইদুজ্জামান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান