খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি শেখ সোহেল মাহমুদকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৯ টার দিকে খানজাহান আলী থানার মশিয়ালী স্কুল মাঠে তাকে গুলি করা হয়।
খানজাহান আলী থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, শনিবার রাত ১০টার দিকে মহানগরীর খান জাহান আলী থানাধীন মশিয়ালী মাঠে সোহেল বন্ধুদের নিয়ে গল্প করছিল। সেসময় তিন যুবক তাকে গুলি করে পালিয়ে যায়।
রাত ১১টার দিকে সোহেলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার কোমরে ও হাতে গুলি লেগেছে বলে জানান ওই কর্মকর্তা।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শরীর থেকে গুলি বের করা হয়েছে। বর্তমানে তিনি শংকামুক্ত আছেন।
আজকের বাজার/লুৎফর রহমান