বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
খুলনায় তেল ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ৩
প্রকাশিত - আগস্ট ২০, ২০১৮ ১২:১৫ পিএম
খুলনার খালিশপুরে জ্বালানি তেলের ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে নয়জন।
সোমবার (২০ আগস্ট) বেলার ১১টার দিকে মেঘনা ডিপোতে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা যায়, নিহতরা হলেন, রাজু ও কামাল। নিহত অন্য জনের পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় আহতদের খুলনা মেডিকেল কলেজ চিকিৎসার উদ্দেশে নেওয়া হয়েছে। তারা হচ্ছেন মোজাম্মেল হক (৩৫), আ. ওহাব (৪৫), আনোয়ার হোসেন (৪০), অনু (২৫), ইসমাইল (৫৫), রুবেলসহ (২৬) । বাকিদের পরিচয় জানা যায়নি।
খালিশপুর থানার ওসি মোশাররফ হোসেন এ খবর নিশ্চিত করেছেন।
আজকের বাজার/এমএইচ
Copyright © 2025 আজকের বাজার. All rights reserved.