মহানগরীর ফুলবাড়ীগেটে দুই ট্রাকের সংঘর্ষে একটির চালকের সহকারী নিহত হয়েছেন।
বুধবার রাত ২টার দিকে কুয়েট রোডে এ ঘটনা ঘটে।
খানজাহান আলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মুন্সী শোয়াইব হোসেন জানান, বৈদ্যুতিক খুঁটিবাহী একটি ট্রাক খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অদূরে দাঁড়িয়েছিল। রাত ২টার দিকে পাথর বোঝাই একটি ট্রাক খুলনা বাইপাস সড়ক দিয়ে ঢুকে ফুলবাড়ীগেটের দিকে যাওয়ার পথে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বৈদ্যুতিক খুঁটি পাথর বোঝাই ট্রাকের সামনে দিয়ে ঢুকে গেলে ঘটনাস্থলেই এর চালকের সহকারী মারা যান।
মুন্সী শোয়াইব আরও বলেন, পাথর বোঝাই ট্রাকের গতি বেশি থাকায় ধাক্কায় খুঁটি বোঝাই ট্রাকটি প্রায় ৩০ গজ দূরে চলে যায়।
খানজাহান আলী থানা পুলিশ জানিয়েছে, লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।