খুলনায় এ বছর ৯৭৮টি মণ্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
এর মধ্যে নয় উপজেলায় ৮৪২টি ও খুলনা মহানগরীতে ১৩৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
খুলনার উল্লেখযোগ্য মণ্ডপগুলো হলো- সদরের দোলখোলা, শিববাড়ি, শীতলাবাড়ি, তালতলা আর্য্য কালি মন্দির, পঞ্চবীথি, আর্য্য ধর্মসভা, বড়বাজার, কয়লাঘাট কালিবাড়ি, ওমানন্দ শিবমন্দির, মহেশ্বরপাশা বণিকপাড়া ও সাহেবের কবরখানা, রূপসা উপজেলার দুর্জনীমহল, আইচগাতি ও পিঠাভোগ, বটিয়াঘাটা উপজেলার নারায়ণপুরের মহানামা যজ্ঞাস্থলী গোপাল বাড়ি, শৈলমারী, ঝড়ভাঙা, হোগলাডাঙ্গা ও জলমা, ডুমুরিয়া উপজেলার আন্দুলিয়া মণ্ডপ, চুকনগর মালো পাড়া ও খর্ণিয়া বাজার, দাকোপ উপজেলার চালনা বাজার, বউমার গাছতলা, লাউডোব, পোদ্দারগঞ্জ ও লক্ষ্মীখোলা, পাইকগাছা উপজেলার কপিলমুনি মিলনমন্দির ও পাইকগাছা বাজার, তেরখাদা উপজেলার আমতলা উত্তরপাড়া, দিঘলিয়া উপজেলার মাঝিরগাতি হাইস্কুল, গাজিরহাট, ফুলতলা বাজার বণিক সমিতি, জামিরা বাজার, মাতৃসেবা, দামোদর গাছতলা এবং কয়রা উপজেলার আমাদি বাজার, চান্নিরচক, সুরখালী, মহেশ্বরীপুর, ভাগবা ও খড়িয়া। সেই সাথে আছে নারায়ণপুরের মহানামা যজ্ঞাস্থলী গোপাল বাড়ির পূজামণ্ডপ।
ইতোমধ্যে প্রায় সব মন্দিরে প্রতিমা তৈরির কাজ শেষ। এখন চলছে রঙ-তুলির আঁচড়।