খুলনায় পৌঁছেছে বন্ধন এক্সপ্রেস

বাণিজ্যিকভাবে কলকাতা থেকে যাত্রী নিয়ে খুলনা স্টেশনে এসে পৌঁছেছে বন্ধন এক্সপ্রেস। ১৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ট্রেনটি খুলনায় এসে পৌঁছায়।

খুলনা স্টেশনে বিরতির পর দুপুর ১টা ৩০ মিনিটে কলকাতার উদ্দেশে খুলনা ত্যাগ করবে ট্রেনটি। ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা খুলনা স্টেশন থেকে বাণিজ্যিকভাবে বন্ধন এক্সপ্রেসের যাত্রার উদ্বোধন করবেন। এর মাধ্যমে দীর্ঘ ৫২ বছর পর খুলনা-কলকাতা রুটে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল যাত্রা হবে।

এর আগে ভারতীয় সময় সকাল ৭টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৭টা ৪০ মিনিটে) কলকাতা থেকে যাত্রা করে বন্ধন এক্সপ্রেস।

বন্ধন এক্সপ্রেস ৫৩ জন যাত্রী নিয়ে খুলনায় এসেছে বলে জানিয়েছেন খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার (গ্রেড-১) মানিক চন্দ্র সরকার।

তিনি বলেন, ৯ নভেম্বর খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেসের যাত্রার উদ্বোধন করা হয়। সেদিন যাত্রী ছিল না। আজ যাত্রী নিয়ে বন্ধন এক্সপ্রেস বাণিজ্যিকভাবে খুলনা থেকে যাত্রা শুরু করবে।

১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে খুলনা ও কলকাতার মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। ৯ নভেম্বর সকাল সোয়া ১১টায় দিল্লি থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ঢাকা থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কলকাতা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুইচ টিপে বন্ধন এক্সপ্রেসের পরীক্ষামূলক যাত্রার শুভ সূচনা করেন।

আজকের বাজার:এলকে/এলকে ১৬ নভেম্বর ২০১