খুলনায় প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত ১১০/৩০ ফুট নৌকার মঞ্চ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (৩ মার্চ) খুলনায় যাচ্ছেন। খুলনা সার্কিট হাউজ ময়দানে জনসভায় ভাষণ দেবেন তিনি। এই জনসভাকে কেন্দ্র করে সুবিশাল নৌকার মতো মঞ্চ প্রস্তুত করা হয়েছে। খুলনার ইতিহাসে এত বড় এবং ব্যয়বহুল মঞ্চ আগে কখনো নির্মাণ হয়নি। ১১০/৩০ ফুট নৌকার এই মঞ্চটিতে  দাঁড়িয়ে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খুলনা সার্কিট হাউজ ময়দানে মঞ্চ নির্মাণের কাজ করেছেন প্রায় ৩০ মিস্ত্রি। গত ২২ ফেব্রুয়ারি থেকে তারা কাজ শুরু করে অবশেষে শেষ হয় শুক্রবার । তাদের সঙ্গে ছিলেন ৩০ শ্রমিক। মঞ্চ পরিচালনার দায়িত্বে  ছিলেন চারজন। সাত রং মিস্ত্রি নিয়োগ করা হয়েছিল। মঞ্চের মূল মিস্ত্রি যশোরের পাইকপাড়ার শফিকুল ইসলাম। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগের দুইটি বিশাল জনসভার মঞ্চ নির্মাণের দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে গোপালগঞ্জের জনসভার মঞ্চও ছিল।

আজকের বাজার: আরজেড