খুলনার ডুমুরিয়া উপজেলায় সবজিক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে এক ঘের ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার (১১ জুন) দুপুরে উপজেলার বগারখোল বিলে এ ঘটনাটি ঘটে।
নিহতের নাম আনিসুর রহমান শেখ (৪২)। আনিসুর উপজেলার গুটুদিয়া গ্রামের আরশাদ আলী শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মত ঘের মালিক আনিসুর রহমান শেখ সকালে নিজ বাড়ি গুটুদিয়া থেকে ঘেরে যান। ঘেরের বেঁড়িবাঁধে লাগানো সবজি ক্ষেতে আগাছা পরিষ্কার করতে থাকেন। বেলা ১১টার দিকে আকাশে কালো মেঘ করে বজ্রবৃষ্টি শুরু হয়।
বেঁড়িবাঁধের ওপর কাজ করার সময় পাশের ঘেরের লোকজন তার শরীরের ওপর আগুনের ঝলকানির মতো পড়তে দেখে। তারা দ্রুত ছুটে এসে আনিসুরকে উদ্ধার করে ঘেরের বাসায় নিয়ে যায়। কিন্তু ততক্ষনে তিনি মারা যান। এ খবর শুনে এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে যায়।
প্রতিবেশী আব্দুল হামিদ শেখ জানান, নিহতের শরীর আগুনে পুড়ে গেছে বলে মনে হয়।
আজকের বাজার/একেএ