খুলনায় বাস ডোবায় পড়ে নিহত ৫

খুলনার ডুমুরিয়া উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে পাঁচজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ জুন) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বড়াচিয়া এলাকায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ডুমুরিয়া থানার ওসি মো. হাবিল হোসেন ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাসটি পাইকগাছা থেকে খুলনার দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে একটি ডোবায় পড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আজকের বাজার/এমএইচ