খুলনার ফুলতলা উপজেলায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন চিকিৎসকসহ তিনজন নিহত হয়েছেন।
ফুলতলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, সোমবার খুলনা-যশোর মহাসড়কের রাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যুৎ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন ফুলতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহাদাৎ হোসেন (৬৪), ডা. মোয়াজ্জেম হোসেন (৬২) এবং প্রাইভেটকার চালক জাহাঙ্গীর হোসেন (৩৬)।
ওসি বলেন, বিকাল ৩টার দিকে খুলনাগামী গড়াই পরিবহনের সঙ্গে যশোরগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হলে প্রাইভেটকার আরোহী ডা. শাহাদাৎ হোসেন, ডা. মোয়াজ্জেম হোসেন এবং প্রাইভেটকার চালক জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলে নিহত হন।
প্রাইভেটকারটি অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বাসের মুখে পড়ে বলে জানান ওসি মনিরুল।
তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেটকারের ভেতর থেকে লাশ উদ্ধার করেন।
ডা. শাহাদাৎ হোসেন খুলনা মহানগরীর সোনাডাঙ্গা করিম নগরের মৃত মাজেদ আলীর ছেলে, ডা. মোয়াজ্জেম হোসেন সাউথ সেন্ট্রাল রোডের মৃত আব্দুল ওয়াহেদের ছেলে এবং প্রাইভেটকার চালক জাহাঙ্গীর হোসেন খালিশপুর উত্তর মুজগন্নীর মাহাবুবুর রহমানের ছেলে।
সূত্র - বিডিনিউজ২৪