খুলনায় বিদ্যুত বিপর্যয়, এক ঘণ্টা অন্ধকারে ১১ জেলা

জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে এক ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে অন্ধকারে ছিল খুলনা বিভাগ ও পিরোজপুর জেলা।

বুধবার রাত ১০টা ৫২ মিনিটে হঠাৎ বিদ্যুত সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে রাত ১২টা ২ মিনিটে খুলনায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) চিফ ইঞ্জিনিয়ার আবু হাসান বলেন, পিজিসিবির কর্মকর্তাদের কাছ থেকে জানতে পেরেছি ঈশ্বরদীতে গ্রিডের একটি ব্রেকারে ত্রুটি দেখা দেয়ায় খুলনা জোনের ১১ জেলায় রাত ১০টা ৫২ মিনিটে বিদ্যুত চলে যায়। ফলে ভেড়ামারা থেকে পিরোজপুর পর্যন্ত বিদ্যুত সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে রাত ১২টার পর বিদ্যুত সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে বলে জানান তিনি।

তার দেয়া তথ্যমতে, খুলনা জোনের আওতায় রয়েছে- খুলনা, যশোর, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মেহেরপুর ও পিরোজপুর জেলা।