বৃষ্টির অভাবে আমন ধান চাষাবাদ নিয়ে বিপাকে পড়েছেন খুলনা অঞ্চলের কৃষকরা।
আষাঢ় চলে গেল শ্রাবণও শেষের পথে, অথচ খুলনায় ভারি বৃষ্টিপাতের দেখা নেই। বর্ষা মৌসুমে আমন আবাদের জন্য প্রয়োজন পর্যাপ্ত বৃষ্টি। প্রতিদিন আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির দেখা মিলছে না। সময়মতো বৃষ্টিপাত না হওয়ায় কৃষকদের মনে আমন আবাদের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃষ্টির অভাবে আমন বীজতলা তৈরিতে হয়েছে দেরি। রোপণও ব্যাহত হচ্ছে। ফলে প্রভাব পড়তে পারে শীতকালীন ফসল ও বোরো চাষেও। তবে কৃষকেরা আশা করছেন শিগগিরই বৃষ্টি হবে এবং বীজতলার জন্য উপযুক্ত হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, খুলনা জেলায় ১ ফসলি জমি রয়েছে ৪৪ হাজার ৩শ ৭০ হেক্টর, দুই ফসলি জমি রয়েছে ৫১ হাজার ৬শ’ ২০ হেক্টর এবং তিন ফসলি জমি রয়েছে ৪৮ হাজার ৭শ’ ৭২ হেক্টর এবং মোট ফসলি জমির পরিমাণ ২ লাখ ৯৩ হাজার ৯শ’ ২৬ হেক্টর।
আজকের বাজার/লুৎফর রহমান