জেলার পাইকগাছায় লস্কর-পাইকগাছা ইসলামিয়া দাখিল মাদরাসার চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদরাসার সুপারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুক্তভোগীর নানি বুধবার থানায় মামলা করেছেন। আর শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।অভিযুক্ত মো. হাবিবুর রহমান (৫৫) কয়রা উপজেলার খিরোল গ্রামের আব্দুল হাকিম সরদারের ছেলে। তিনি মাদরাসাটিতে সুপার হিসেবে প্রায় দেড় বছর ধরে কর্মরত আছেন।
মামলার অভিযোগ অনুযায়ী, হাবিবুর রহমান সোমবার ওই ছাত্রীর বাড়িতে গিয়ে তাকে অ্যাসাইনমেন্ট নিয়ে মাদরাসায় যেতে বলেন। পরে সে মাদরাসায় গেলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে নিজ রুমে নিয়ে ধর্ষণ করেন শিক্ষক হাবিবুর। বাড়ি ফিরে মেয়েটি তার নানিকে ঘটনা জানায়।কিন্তু সুপার হাবিবুর রহমানের দাবি, কমিটি নিয়ে দ্বন্দ্বে তাকে ফাঁসানো হয়েছে।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী বলেন, ‘ধর্ষণের অভিযোগে সুপারকে গ্রেপ্তার এবং ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।’