খুলনায় মাসব্যাপী একুশে বই মেলা গতকাল (২১ ফেব্রুয়ারি, ২০১৯) উদ্বোধন করেছেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, খুলনা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম। দেশের নেতৃস্থানীয় ডিজিটাল সেবাদাতা রবির ক্লাস্টার মার্কেট ডিরেক্টর মোহাম্মদ হামিদুল হক এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। রবি ছয় বছরের বেশি সময় ধরে খুলনার বয়রায় বিভাগীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণে অনুষ্ঠিত একুশে বই মেলায় স্পন্সর করছে।